কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে কুমিল্লার ওই হাসপাতালে ৪৫ দিনে মারা গেলেন ২৩২ জন। প্রতিদিন মারা গেছেন পাঁচজনের বেশি লোক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিড-১৯–এর উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল শুক্রবার রাত ১২টায় মারা গেছেন দেবীদ্বার উপজেলার রাধানগর গ্রামের ৭৫ বছরের এক ব্যক্তি। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাত ১২টা ৪০ মিনিটে মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ৬০ বছরের একজন ও একই ওয়ার্ডে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুরাদনগর উপজেলার ৭৫ বছরের একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গতকাল দুপুর ১২টা ২০ মিনিটে কোভিড-১৯–এ আক্রান্ত কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার ৭৮ বছরের এক ব্যক্তি মারা গেছেন।