default-image

কুষ্টিয়ায় কঠোর লকডাউনের মধ্যেও করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। গতকাল মঙ্গলবার নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৬২২ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হলো।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে ভেড়ামারার ৬ জন, মিরপুরের একজন, সদরে ১৬ জন ও কুমারখালীতে একজন আছেন। কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভাকে রেড জোন ঘোষণা করে গত ৭ দিন ধরে লকডাউন চলছে। আগামী ৭ জুলাই পর্যন্ত এই লকডাউন চলবে।


সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, মোট শনাক্তের মধ্যে ২৩০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১০ জন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0