default-image

মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে । তিনি কুয়েতে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত এস এম আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৮৮ সালে কমিশন পাওয়া জ্যেষ্ঠ এই সেনা কর্মকর্তা আশিকুজ্জামান বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করেছেন। সিয়েরা লিওন, আইভোরি কোষ্ট ও কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি।

মেজর জেনারেল আশিকুজ্জামান কুয়েতে নিয়োগ পাওয়ার আগে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং ষ্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত কুয়েতে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে আটক সাংসদ মোহাম্মদ শহিদ ইসলামকে আটকের পর তাঁকে মদদ দেওয়ার অভিযোগ ওঠে রাষ্ট্রদূত এস এম আবুল কালামসহ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে। চুক্তিতে নিয়োগ পাওয়া এস এম আবুল কালামের মেয়াদ গত মাসে শেষ হয়েছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সরকার বিভিন্ন দেশে চুক্তিতে নিয়োগ পাওয়া ছয় রাষ্ট্রদূতের মেয়াদ জুলাই পর্যন্ত বাড়ানের সিদ্ধান্ত নেয়। এর ফলে জুলাইতে মেয়াদ শেষ করে দেশে ফিরবেন আবুল কালাম।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন