যুক্তরাষ্ট্রের কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ক্লাউডফ্লেয়ারে বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বজুড়ে অনেক ওয়েবসাইটে ঢুকতে সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। বাংলাদেশ থেকেও বিভিন্ন সাইটে ঢুকতে সমস্যার কথা জানা গেছে। এক টুইট বার্তায় ক্লাউডফ্লেয়ার বলেছে, তারা সমস্যা চিহ্নিত করেছে এবং তা সমাধানে কাজ হচ্ছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার পর থেকে এ সমস্যা দেখা দেয়।
ক্লাউডফ্লেয়ার তাদের ওয়েবসাইটে সমস্যাটির লাইভ আপডেট জানাচ্ছে। সেখানে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় তারা একটি গুরুতর ইস্যু চিহ্নিত করেছে।
ক্লাউডফ্লেয়ার নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন অঞ্চলের সংযোগগুলোতে বিভ্রাট দেখা দিচ্ছে। সর্বশেষ বার্তায় ক্লাউডফ্লেয়ার বলেছে, তারা সমস্যার সমাধান করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।