খেলতে গিয়ে ড্রাম ট্রাকের চাপায় নিথর হয়ে গেল শিশুটি
বাইসাইকেল চালানো শেষে বাসায় ফেরা হলো না ৯ বছর বয়সী শিশু মো. সাজ্জাদের। আজ শনিবার দুপুরে মধ্য বাসাবোতে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের চাপায় প্রাণ হারায় সাজ্জাদ। সে বাসাবোর এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।
সাজ্জাদ মা–বাবার সঙ্গে উত্তর বাসাবোতে থাকত। তার বাবা রিয়াজ হোসেন ব্যক্তিগত গাড়ির চালক। সে চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিল। তাদের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়।
শিশুটির ফুফা আল আমিন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সাজ্জাদ আজ স্কুলে যায়নি। তবে দুপুর পৌনে ১২টার দিকে সে খেলাধুলা করার কথা বলে বাসা থেকে বের হয়। একপর্যায়ে মধ্য বাসাবো থেকে একটি ছোট্ট বাইসাইকেল ভাড়া নিয়ে চালাচ্ছিল।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মধ্য বাসাবোর সুমন স্যানিটারি দোকানের সামনে বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে শিশু সাজ্জাদের বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে সাজ্জাদ ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। চালকসহ ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।
আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে সাজ্জাদের লাশ তার স্বজনেরা নিয়ে গেছেন।