default-image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সাবেক এক সেনাসদস্য মারা গেছেন। তাঁর নাম ময়নুল ইসলাম (৬০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজার গ্রামের বাদশা মিয়ার ছেলে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। আজ শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাগদাবাজার গ্রামের ময়নুল ইসলাম করোনা ‘পজিটিভ’ হলেও তাঁর শরীরে করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগে ভুগছিলেন। গত শনিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, এ নিয়ে গোবিন্দগঞ্জে করোনায় চারজনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0