জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার পর খুনিদের পুরস্কৃত করে রাষ্ট্রকে কলঙ্কিত করেছিল একটি দল। সেই দলই আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিল।

গতকাল সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকীতে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা গ্রেনেড হামলা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানান।

বিভিন্ন স্থানে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল নিহতদের স্মরণে শোক র‍্যালি, মিলাদ মাহফিল ও সভা। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর।

নোয়াখালীতে আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। বিকেল চারটায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে একই স্থানে সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

খাগড়াছড়ির দীঘিনালায় আওয়ামী লীগের উদ্যোগে সকালে সিঅ্যান্ডবি এলাকা থেকে শোক র‍্যালি বের করা হয়। এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সিঅ্যান্ডবি মাঠে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম। বক্তব্য দেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুন্নবী চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা প্রমুখ।

আনোয়ারায় বিকেল চারটায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী।

গ্রেনেড হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে কক্সবাজারের মহেশখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে  বিকেল চারটায় সমাবেশ অনুষ্ঠিত হয়। গোরকঘাটা চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ। এতে সভাপতিত্ব করেন  পৌর মেয়র মকছুদ মিয়া। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান প্রমুখ।