চট্টগ্রামে আগুনে পুড়ে মারা গেছে ৫২টি ছাগল
চট্টগ্রাম নগরের পোস্তারপাড় এলাকায় আগুনে পুড়ে মারা গেছে ৫২টি ছাগল। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯টি ভ্যান। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের তত্ত্বাবধায়ক ও জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক জানান, নগরের পোস্তারপাড় রেললাইনের পাশের এলাকায় দুটি ঘর আগুন লেগে পুড়ে যায়। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে একটি ঘরে থাকা ৫২টি ছাগলের সব কটি পুড়ে মারা গেছে। ছাগলগুলো বিক্রির জন্য সেখানে রাখা হয়েছিল। আর অন্য ঘরে রাখা ১৯টি রিকশাভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘর দুটির মালিক মো. আরমান।
আবদুর রাজ্জাক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।