চট্টগ্রামে আজ

চিটাগাং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন: ডায়াবেটিক মেলার দ্বিতীয় দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা তিনটায়, খুলশীতে মেলা প্রাঙ্গণে।
সমাজ সমীক্ষা সংঘ: দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব শুরু, সকাল নয়টায়, ডিসি হিল প্রাঙ্গণে।
চিলড্রেন ফিল্ম সোসাইটি: আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু, সকাল ১০টায়, নন্দনকাননে ফুলকি এ কে খান মিলনায়তনে।
ডি স্প্রাখে (জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র): কিংশুক দাশের সংগীতানুষ্ঠান, সন্ধ্যা সাতটায়, জামালখানে ডি স্প্রাখে মিলনায়তনে।