বিজ্ঞাপন
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ‘ইউনাইটেড ট্রাভেলস’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাস যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হন।
গুরুতর আহত হন পথচারী মোহাম্মদ হোসেন। পরে হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন