চট্টগ্রামে হিজড়া পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন
চট্টগ্রাম নগরের হিজড়াদের পুনর্বাসন কর্মসূচির আওতায় মেঘরানী নামের এক হিজড়াকে দোকান করে দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দোকানটির উদ্বোধন করেছেন নগর পুলিশের কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল।
পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে গতকাল নগরের অলংকার মোড়ে মেঘরানী হিজড়ার দোকানের পাশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, দেবদাস ভট্টাচার্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নেছার উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া।
মো. আবদুল জলিল মণ্ডল বলেন, ‘হিজড়াদের প্রতি অনেকের বিরূপ মনোভাব আছে। এর পরিবর্তন ঘটাতে হবে। মেঘরানী হিজড়ার মতো আরও অনেকে আছেন। আমরা তাঁদের পুনর্বাসিত করতে চাই। পুনর্বাসিত হতে ইচ্ছুক চট্টগ্রামের হিজড়া সম্প্রদায়ের সব সদস্যকে ক্রমান্বয়ে ক্ষুদ্র ব্যবসা বা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।’