বিশ্বিবিদ্যালয়ে ভর্তির আগে
কত্ত বড় হল! এখানে থাকতে পারলে জীবনটাই সার্থক!
গণরুমে ওঠার পর
কবে যে রুমে উঠব! এভাবে মানুষ থাকে? একসঙ্গে এক শ-দেড় শ জন...উফ্!
রুম পাওয়ার পর
যে রুমে বড় ভাইয়েরা থাকেন দুজন-একজন, সেই একই জায়গায় আমরা থাকি আটজন মিলে! এটা মানুষের জীবন নাকি তেলাপোকার, ছারপোকার!
সিঙ্গেল বেড পাওয়ার পর
ওই ব্লকে আলো-বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও আমারটায় নাই কেন? আসলে কর্তৃপক্ষ ধনতন্ত্রের এজেন্ট। পুঁজিবাদের শোষণে সর্বহারারা দিক্ভ্রান্ত, বিভ্রান্ত। এ প্রলেতারিয়েত সমাজব্যবস্থার...
পড়াশোনা শেষ হওয়ার পর
ইশ্, কবে যে একটা চাকরি পাব; আর হল ছাড়ব! জুনিয়ররা শুধু জিজ্ঞেস করে, ‘ভাই এখন কী করেন?’ ‘বাসায় উঠবেন কবে?’ ‘হেল্প লাগলে বইলেন।’
বিয়ের পর
আহা রে, কী সুন্দর ছিল হলের জীবন! দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না...
বিজ্ঞাপন
মন্তব্য করুন