চাকরি আত্তীকরণের দাবিতে ইসির প্রকল্পের কর্মীদের মানববন্ধন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আজ মানববন্ধন করেন আইডিইএ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা
ছবি: সংগৃহীত

রাজস্ব খাতে চাকরি আত্তীকরণের দাবিতে মানববন্ধন করেছেন নির্বাচন কমিশনের (ইসি) আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। এ প্রকল্পের অধীনে নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এই প্রকল্পের কর্মীরা। একই দাবিতে এর আগের দিন বুধবারও মানববন্ধন করেন তাঁরা।
আইডিইএ প্রকল্পের ৭১ জন কর্মকর্তা-কর্মচারী চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ওই কর্মসূচি পালন করেছেন।
আইডিইএ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই প্রকল্প ২০২২ সালের জুনে শেষ হবে। কিন্তু ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর আমাদের অফিসে আসতে নিষেধ করা হয়েছে। আমরা যদি প্রকল্প শেষ করতে না পারি, তাহলে আমাদের রাজস্ব খাতে আত্তীকরণ করা হবে না। ২০২২ সালের জুন পর্যন্ত করলেই আমরা রাজস্ব খাতে যাওয়ার সুযোগ পাব।’
মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।