চিকিৎসক–স্বাস্থ্যকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

করোনা মহামারির মধ্যে প্রাণ হারিয়েছেন অনেক চিকিৎসক।
ফাইল ছবি: প্রথম আলো

করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সম্মুখসারির যোদ্ধা হিসেবে মারা যাওয়া চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের একটি তালিকা তৈরি এবং নিহতদের পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।    

অর্থসচিব, স্বাস্থ্যসচিব (স্বাস্থ্য সুরক্ষা বিভাগ) ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আজ মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে ওই আাইনি নোটিশ পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনিছুর রহমানের পক্ষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস ওই নোটিশ পাঠান। নোটিশে এ বিষয়ে পদক্ষেপ নিতে সাত দিনের সময় দিয়ে নোটিশদাতাকে তা জানাতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

এ ছাড়া করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা গ্রহণসংক্রান্ত গত বছরের ১৯ এপ্রিলের পরিপত্রটি পুনর্বহালের অনুরোধ জানানো হয়েছে নোটিশে।

ওই পরিপত্র পুনর্বহালের পাশাপাশি ‘কোভিড–১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত সরকারি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনকাল নির্ধারণ ও দায়িত্বকালীন পৃথক অবস্থানের ব্যবস্থাপনা’ সংক্রান্ত গত বছরের ২৯ জুলাইয়ের পরিপত্রটি বাতিলের জন্য অনুরোধ জানানো হয়েছে নোটিশে।