ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জবি ছাত্রদল

শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে কর্মসূচিটি পালন করে শাখা ছাত্রদলের শীর্ষপদপ্রত্যাশী একটি অংশ। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচিটি পালন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা জানান, দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাঁখারী বাজার মোড়, ঢাকা জেলা জজ আদালত এবং ঢাকা মহানগর আদালতের সামনের সড়ক দিয়ে এসে রায় সাহেব বাজার মোড়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল। তিনি প্রথম আলোকে বলেন, সারা দেশে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ এখন সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শাবিপ্রবির ঘটনা অন্যতম দৃষ্টান্ত। বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন করার সময় এসে গেছে।

কর্মসূচিতে অংশ নেন ছাত্রনেতা সাইফুল হক, নাহিদ চৌধুরী, রফিকুল ইসলাম, নাছিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান তুহিন, শাহরিয়ার হোসেন, জামাল সাগর, নূরনবী, জাহিদ, তৌহিদ চৌধুরী, হাসিব, রাকিব হাসান, শরিফ, মনির হোসেন প্রমুখ।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। গত শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়।

পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।