ছুটির দিনে বিক্রি ভালো

বইমেলায় পছন্দের বই দেখছেন পাঠকেরা। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে
ছবি: খালেদ সরকার

অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন গতকাল শনিবারেও ভালো বিক্রি হয়েছে। সকালে ছিল শিশুপ্রহর। তবে শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি বিশেষ ছিল না বলে জানালেন বিক্রেতারা। বরং বরাবরের মতোই দুপুরের পর থেকে মেলায় লোকসমাগম বাড়তে থাকে। প্রকাশকেরা তাঁদের অধিকাংশ বই ইতিমধ্যে মেলায় এনেছেন। প্রতিদিন শতাধিক নতুন বই প্রকাশিত হচ্ছে। মোড়ক উন্মোচন মঞ্চেও তাই থাকছে যথেষ্ট ভিড়।

মেলায় প্রতিবছর কবিতার বই–ই সবচেয়ে বেশি প্রকাশিত হয়। গতকালও ৪২টি নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে। বাংলা কবিতার অবস্থান এখন কোন পর্যায়ে—এ বিষয়ে কথা হলো এবার বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি বিমল গুহর সঙ্গে। তিনি বললেন, সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশের কবিতা বিশ্বসাহিত্যের সঙ্গে তুলনীয়। আঙ্গিক, ভাবসম্পদ, সামাজিক দায়বদ্ধতা ও নান্দনিকতা সব দিক থেকে কবিতা নানা বিবর্তন ও নিরীক্ষার ভেতর দিয়ে ক্রমাগ্রসরমাণ হয়েছে। এবার বইমেলায় তাঁর নতুন কবিতার বই এ কোন মাতাল নৃত্য এসেছে পান্থজন প্রকাশনী থেকে।

দু্ঃস্বপ্নের মধ্যপর্ব মাসুদ খান চৈতন্য

ঝকঝকে ছাপা, চমৎকার বাঁধাই ও চোখজুড়ানো প্রচ্ছদের হাজারো বইয়ে স্টল-প্যাভিলিয়ন ভরা। কিন্তু বইয়ের মান নিয়ে অসন্তুষ্টি রয়েছে। এমনকি প্রকাশকেরাও বলছেন, এত বইয়ের ভেতর থেকে ভালো বই; অন্তত বাক্য, বানান ঠিক আছে—এমন বই খুঁজে পাওয়া কঠিন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বিদ্যাপ্রকাশের প্রকাশক মজিবর রহমান বললেন, প্রচ্ছদ, ছাপা এসব দেখে অনেক সময় ক্রেতারা বিভ্রান্ত হন। পড়ার সময় বুঝতে পারেন মান তেমন হয়নি। তাতে পাঠক প্রতারিত বোধ করেন। এ সমস্যা দিন দিন বড় হয়ে উঠছে। তাঁর মতে, বইয়ের একটা ন্যূনতম মান যাচাই–বাছাই করার জন্য একটি বোর্ড থাকতে পারে। প্রকাশকদের সমিতিই সম্পাদনা পর্ষদ করতে পারে। সবকিছু সরকার বা বাংলা একাডেমি করে দেবে, এটা মনে করা ঠিক নয়।

বিদ্যাপ্রকাশ থেকে এবার অর্ধশতাধিক বিভিন্ন ধরনের বই এসেছে। সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ শিক্ষা নিয়ে চিন্তা ও দুশ্চিন্তা, মোশারফ হোসেন ভূঁইয়ার অর্থনীতিবিষয়ক বাংলাদেশের বদলে যাওয়া অর্থনীতির চালচিত্র, মোহিত কামালের উপন্যাস দেহতরীর মনমাঝি বইগুলো ভালো চলছে বলে তিনি জানালেন।

নতুন বই

বোস–আইনস্টাইন কনডেনসেট আবদুল গাফফার প্রথমা প্রকাশন

গতকাল মেলার তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম জমা পড়েছে ১২৯টি। প্রথমা প্রকাশন এনেছে আবদুল গাফফারের বিজ্ঞানবিষয়ক বই বোস-আইনস্টাইন কনডেনসেট: বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান। প্রথমা স্টলের ব্যবস্থাপক জাকির হোসেন জানালেন, ছুটির দুই দিনেই ভালো বিক্রি হয়েছে। আনিসুল হকের কাব্য তোমাকে না পাওয়ার কবিতা, মতিউর রহমান সম্পাদিত আলতাফ মাহমুদ: এক ঝড়ের পাখি, রওশন জামিল অনূদিত মুসলিম শান্তিবাদী ব্রিটিশ গুপ্তচর জাতীয় বীর: নূর ইনায়াত খান বইটি ভালো চলছে। অন্য বইগুলোর মধ্যে চৈতন্য এনেছে মাসুদ খানের কবিতা দুঃস্বপ্নের মধ্যরাত, সালাহউদ্দিন বইঘর এনেছে রফিকুল ইসলামের ইতিহাসবিষয়ক ঢাকা শহরে উর্দু সংস্কৃতি, ঐতিহ্য এনেছে ঝর্ণা রহমানের গল্পগ্রন্থ সমাধি প্রাঙ্গণে দুই বোন, নালন্দা এনেছে মানিক মোহাম্মদ রাজ্জাকের লালমনিরহাট জেলার মুক্তিযুদ্ধ ও গণহত্যা, স্বরবৃত্ত এনেছে আশিস সৈকতের গণমাধ্যমবিষয়ক খবরের ভেতরের খবর, অনন্যা এনেছে মোস্তফা মামুনের উপন্যাস রঙের শহরে রঙিন মানুষ