জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে রাজশাহী মহানগরের বিসিক শিল্প এলাকার দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স পদ্মা বেকারিকে ১০ হাজার ও মেসার্স কুণ্ড বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়।