জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান বিকল্প ইমাম হিসেবে থাকবেন। মোকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাওলানা হাবিবুর রহমান মেশকাত।
শনিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান, প্রধান ঈদ জামাত আয়োজনে সব প্রস্তুতি শেষ। কাল সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন।
এ সময় তিনি ঢাকাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের অনুরোধ জানান।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় সাড়ে তিন হাজার নারীর নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। প্রধান জামাতের জন্য প্রায় ৩০ হাজার বর্গমিটারের ঈদগাহ ময়দানে প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।