ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় করোনা রোগের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আবাইপুর ইউনিয়নে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বেশ কয়েক দিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, ছয় থেকে সাত দিন আগে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন ওই ব্যক্তি। বাড়িতেই অসুস্থ অবস্থায় ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।