default-image

চট্টগ্রাম বন্দরের এক কর্মচারীকে আজ বৃহস্পতিবার চাকরিচ্যুত করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর, কাস্টমসসহ সরকারি অফিসে নিয়োগ দেওয়ার নামে অর্থ আদায় ও ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত হওয়া কর্মচারীর নাম ইশরাত জাহান চৌধুরী। তিনি ২০১৩ সালে বন্দরে পরিবহন বিভাগে উচ্চমান সহকারী হিসেবে নিয়োগ পান।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশীদ চাকরিচ্যুতির আদেশে সই করেন। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে (ইশরাত জাহান) চাকরি দেওয়ার কথা বলে অর্থ আদায় ও ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

বন্দরের বরখাস্তের আদেশে বলা হয়, ১৩ জন ভুক্তভোগী তাঁর বিরুদ্দে অর্থ আদায় করে বন্দরের ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ দেন। অভিযোগের পর তাঁকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে অসদাচরণ, প্রতারণা ও দুর্নীতির বিভাগীয় মামলা করা হয়। মামলায় তদন্ত ও শুনানি শেষে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এরপরই এই চাকরিচ্যুত করা হয়।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন