টাঙ্গাইলে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার শনাক্ত হয়েছেন চলতি মাসের ২৭ দিনে। জেলায় করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২০০ ছাড়িয়েছে। প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে এই ২৭ দিনে।
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, আজ মঙ্গলবার ৯২৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন তারা হাতে পেয়েছে। এর মধ্যে ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৭০ শতাংশ। এ নিয়ে টাঙ্গাইলে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৩ হাজার ১৪৯।
জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছর ৮ এপ্রিল। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৭০৭। এরপর গত ২৭ দিনেই ৫ হাজার ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছে, যা মোট শনাক্ত রোগীর ৪১ দশমিক ৩৮ শতাংশ।
করোনায় সংক্রমিত হয়ে টাঙ্গাইলে মৃত ব্যক্তির সংখ্যা ২০০ ছাড়িয়েছে সোমবার। এরপর মঙ্গলবার আরও চার করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত ব্যক্তির সংখ্যা এখন ২০৫।
জেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয় গত বছরের ২০ এপ্রিল। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জেলায় মৃত ব্যক্তির সংখ্যা ছিল ১০৮। এরপর গত ২৭ দিনে ৯৭ জন মারা গেছেন। ৪৭ দশমিক ৩১ শতাংশই মারা গেছেন এই ২৭ দিনে। এর বাইরে করোনার উপসর্গ নিয়ে অনেকের মৃত্যু হয়েছে। তাঁদের পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
জেলায় বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে ৫ হাজার ৭৫৫ করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে ১০ করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, চলতি মাসে করোনা রোগীর সংখ্যা বেড়েছে। করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।