বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭ হাজার ২৩৪ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান ও মহাসচিব এম এ আজিজের উপস্থিতিতে ‘ফ্রি হেলথ ক্যাম্প’–এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। এর পর থেকে প্রতিদিনই রোগীদের বিনা মূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ দেওয়া হয়।
আজ শুক্রবার সকাল ১০টায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্বাচিপের সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের সমাপনী দিনের কর্মসূচি শুরু হয়। বেলা ২টা পর্যন্ত ৭১৯ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক এম এ আজিজ বলেন, ‘গোপালগঞ্জের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে চিকিৎসা নিতে আসা মানুষকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গত সাত দিন তাদের স্কুল আমাদের ফ্রি হেলথ ক্যাম্পের জন্য ব্যবহার করেছি।’
গত সাত দিনে ১০টি বুথে ৪৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিয়েছেন বলে জানান এম এ আজিজ। তিনি বলেন, ‘ডেঙ্গু ও গত দুই বছরে করোনার মহামারির সময়ে স্বাচিপের হাজার হাজার নেতা-কর্মী জীবন বাজি রেখে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।’