ডায়াবেটিস মেলার উদ্বোধন

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডায়াবেটিস মেলা। প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে। ছবিটি একটি স্টল থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডায়াবেটিস মেলা। প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে। ছবিটি একটি স্টল থেকে তোলা l প্রথম আলো

ডায়াবেটিসের রোগীদের সচেতনতার উদ্দেশ্যে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডায়াবেটিস মেলা। গতকাল বৃহস্পতিবার খুলশীতে অবস্থিত ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এর উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান। ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সুপ্রিম হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর, সমিতির নির্বাহী সদস্য মো. শাহনেওয়াজ, আজীবন সদস্য হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরিদ, ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালক নওশাদ আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান বলেন, ডায়াবেটিস রোগীদের দীর্ঘ সুস্থ জীবন নিশ্চিত করার প্রধান উপায় সচেতনতা। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায়। চট্টগ্রামের ডায়াবেটিস রোগীদের সেবা দেওয়ার জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাতে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
স্বাগত বক্তব্যে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী বলেন, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়, শুধু ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়াই এ মেলার উদ্দেশ্য। প্রথম মেলায় স্টলের সংখ্যা ছিল ২০টি। কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং মেলা নিয়ে মানুষের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় প্রতিবছর মেলার আঙ্গিক আরও বাড়ছে।
মেলার সমন্বয়ক ও ডায়াবেটিক হাসপাতালের পুষ্টি কর্মকর্তা হাসিনা আকতার বলেন, ডায়াবেটিস রোগীর খাবার নিয়ে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। মিষ্টি খেতে পারবেন না মনে করে অনেকে হতাশও হন। কিন্তু ডায়াবেটিসের রোগীরা মিষ্টিসহ সব ধরনের খাবারই নিয়মমাফিক খেতে পারবেন। খাবার-সংক্রান্ত সঠিক পরামর্শ মেলায় এলে জানা যাবে।
মেলায় ৪০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।