ডিএমপি কমিশনারের এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে একই পদে এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
ডিএমপি নিউজের খবরে বলা হয়, মো. আছাদুজ্জামান মিয়াকে আগামী ১৪ আগস্ট ২০১৯ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে এক মাস (ত্রিশ দিন) মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।