ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫০ হাজার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত সারা দেশে হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছে প্রায় ৫০ হাজার মানুষ ।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৯৯ জন। এদের মধ্যে বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে ২১০ জন কম। আগের দিন ১ হাজার ৯২৯ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়েশা আক্তার বলেন, গত ২৪ ঘণ্টায় যেসব নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৭৫৯ জন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার বাইরের জেলাগুলোতে ভর্তি হয়েছে আরও ৯৬০ জন।

আয়েশা আক্তার বলেন, আজ শুক্রবার পর্যন্ত ঢাকার ৪০টি সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৪ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। আর ঢাকার বাইরে অন্য জেলাগুলোতে ভর্তি আছে ৩ হাজার ৭০১ জন ডেঙ্গু রোগী।

দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, আগামী সপ্তাহে বোঝা যাবে ডেঙ্গু পরিস্থিতি কোনদিকে যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সবাইকে সঙ্গে নিয়ে সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা চালাচ্ছে।