ঢাকা থেকে দিল্লি, বেঙ্গালুরু ও গুয়াহাটি গন্তব্যে দ্রুত ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আজ সোমবার সচিবালয়ে বিমানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে দুজন এ গুরুত্বারোপ করেন। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনে প্রতিবছর ১০ লাখের বেশি মানুষ দুই প্রতিবেশী দেশে যাতায়াত করে থাকেন বলে আলোচনা হয়। এ যাতায়াত আরও সহজ, স্বচ্ছন্দ এবং সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথের যোগাযোগ আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হওয়া উচিত।
বৈঠকে অভিমত দেওয়া হয়, একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও বিকাশ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ। উন্নয়নকে ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনেও গুরুত্বারোপ করা হয় বৈঠকে।
ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, লন্ডনগামী শিলংয়ের যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতে যেতে পারবেন। বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এ ব্যাপারে উদ্যোগের আশ্বাস দেন।
বৈঠকে বিমান মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক উপস্থিত ছিলেন।