তাঁবু জলসা

অরুণী মুক্ত স্কাউট দলের সাবেক স্কাউটদের পুনর্মিলনীর প্রস্তুতি সভা উপলক্ষে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে সিলেট নগরের কুমারপাড়ায় এ তাঁবু জলসার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন সাবেক স্কাউট সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ। সাবেক স্কাউট জিয়াউল ইসলামের স্বাগত বক্তব্যের পর তাঁবু জলসায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ, ক্রীড়া সংগঠক গোলাম জাকির চৌধুরী, গোলাম জাবির চৌধুরী, দেওয়ান আল আমিন আল মুতাকাব্বীর ও তারেক আহমদ চৌধুরী।