তাজমেরী এস ইসলাম
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক তাজমেরী এস ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা বলেছে, মুক্তি না দেওয়া হলে ‘শিক্ষক ও পেশাজীবী সমাজ’ জোরালো আন্দোলনে যেতে বাধ্য হবে।

আরও পড়ুন

খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাবির সাবেক শিক্ষক তাজমেরী গ্রেপ্তার

নাশকতার একটি মামলায় গতকাল বৃহস্পতিবার তাজমেরী এস ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাদা দল এ ঘটনাকে বর্তমান সরকারের ‘রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদা দলের শিক্ষকেরা অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন সাদা দলের বর্তমান আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো. লুৎফর রহমান। তাজমেরী এস ইসলাম একসময় সাদা দলের আহ্বায়ক ছিলেন।

সাদা দলের বিবৃতিতে বলা হয়, ‘তাজমেরী এস ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান ও সফল শিক্ষকই শুধু ছিলেন না, ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক নেতা। একজন রসায়নবিদ হিসেবে তিনি কেবল দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের একাধিক মেয়াদে নির্বাচিত ডিন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি এবং সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এমন একজন কৃতী শিক্ষাবিদকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় হওয়া মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার ও জামিন বাতিল করে কারান্তরীণ করার ঘটনাকে আমরা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করি।’

বিবৃতিতে বিএনপিপন্থী শিক্ষকেরা আরও বলেন, ‘রাজনৈতিক ভিন্নমত দলন ও বিএনপিকে ধ্বংস করে নিজেদের রাজনৈতিক একাধিপত্য বজায় রাখার জন্য সরকার যে ঘৃণ্য পন্থা অবলম্বন করছে, তাজমেরী ইসলামের কারান্তরীণের ঘটনা এরই অংশ বলে আমাদের ধারণা। অধ্যাপক তাজমেরী কেবল একজন শিক্ষাবিদ নন, তিনি একজন নারী ও জ্যেষ্ঠ নাগরিক। মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনাকে আমরা মানবাধিকারের পরিপন্থী বলেও মনে করি।’

শিক্ষকসমাজ বলেছে, তাজমেরীর প্রতি সরকারের আচরণ নির্মম। এ ঘটনায় তারা ক্ষুব্ধ ও মর্মাহত।অবিলম্বে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে তাজমেরী এস ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে সাদা দল।