default-image

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হামকুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৬), মুজা শাহের ছেলে শাকিল মিয়া (২২) ও আয়েজ উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ-হেল বাকী বলেন, বগুড়া থেকে তেল নিয়ে ফেরার পথে হামকুড়িয়া এলাকায় নছিমনটি নষ্ট হয়ে যায়। মহাসড়কের পাশে নিয়ে সেটি মেরামত করা হচ্ছিল। এ সময়ে যাত্রীরা মহাসড়কের অপর পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কোনো যানবাহন তাঁদের চাপা দিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রাত ১০টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী প্রধান প্রথম আলোকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0