default-image

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটির সদস্যরা নড়াইলে এসেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় নৌপরিবহন মন্ত্রণালয় ও দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটির সদস্যরা নড়াইলের কালিয়া উপজেলায় আসেন।

এদিকে তিতাসের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। এতে অংশ নেন নড়াইলের কালিয়া সদরের শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজ, কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কালিয়া পিএস পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন শেষে একই দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

ওই দুটি তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক এবং দুজন সদস্য হলেন যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও উপসচিব এস এম শাহ হাবিবুর রহমান। এ দিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজাউল আহসানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উভয় কমিটির সদস্যরা বৃহস্পতিবার তিতাসের মা সোনামণি ঘোষ, বোন তনিসা ঘোষ, মামা বিজয় ঘোষসহ পরিবারের সদস্যদের সঙ্গে কালিয়া ইউএনওর কার্যালয়ে কথা বলেছেন।

তিতাসের স্বজনেরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করেন, ভিআইপি আসার অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ঘাটেই বসা ছিল ফেরিটি। ফেরির কর্মকর্তা-কর্মচারীদের পায়ে ধরে আকুতি-মিনতি ও কান্নাকাটি করেও কাজ হয়নি। ফেরির কর্মীরা বলেছেন, ফেরি ছাড়লে তাঁদের চাকরি থাকবে না। এমনকি সরকারের জরুরি সেবা পেতে ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো কাজ হয়নি।

তদন্ত বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রধান সঞ্জয় কুমার বণিক প্রথম আলোকে বলেন, ‘অ্যাম্বুলেন্সে যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে আমরা সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেব।’

এ দিকে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির প্রধান মো. রেজাউল আহসান সাংবাদিকদের বলেন, ‘সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

গত ২৫ জুলাই রাতে সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে বসে থাকায় আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এ ঘটনার চার দিন পর বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে তিতাসের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। তিতাস ঘোষ কালিয়া শহরের মৃত তাপস ঘোষের ছেলে। তিতাস কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। গত ২৪ জুলাই মোটরসাইকেলে বরযাত্রী হয়ে যাওয়ার সময় নড়াইল শহরের পাশে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল তিতাস।

বিজ্ঞাপন
মন্তব্য করুন