default-image

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ছাত্রের নাম এনামুল হক (৬)। সে উপজেলার বারপাড়া গ্রামের এনায়েত মিয়াজীর বড় ছেলে। বারপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্র ছিল এনামুল।

শিশুটির বাবা ব্যবসায়ী এনায়েত মিয়াজী বলেন, দুপুরে বারপাড়া স্টেশনে অবস্থিত নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এনামুল একা বাড়িতে আসে। বেলা তিনটার দিকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাকে ভেসে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার মাগরিবের নামাজের পর মিয়াজী বাড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে এনামুলের লাশ দাফন করা হয়।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন