default-image

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চলাচলের অনুমতি দিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। গতকাল রোববার বিকেলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ অনুরোধ জানান আব্দুল মোমেন।

বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দা রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনা মহামারির কারণে আটকে পড়া সৌদিপ্রবাসীদের ফেরত যাওয়ার পথ সুগম করতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আব্দুল মোমেন ইকামার মেয়াদ ও ভিসা দেওয়ার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান।

তা ছাড়া দেশটিতে বিমানের ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। মন্ত্রী দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চলাচলের অনুমতি দিতেও দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।

মন্তব্য পড়ুন 0