মৌলভীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ের প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র মো. ফজলুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র ফয়জুল করিম। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন মেয়র ফজলুর রহমান। এতে বক্তৃতা করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম প্রমুখ।