দুই গৃহকর্মীর লাশ উদ্ধার

মতিঝিল ও বঙ্গবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার দুই গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শিল্পী আক্তার (১৬) ও পান্না আক্তার (১৮)।
পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে মতিঝিলের সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টারের একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহকর্মী শিল্পী আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
অপর ঘটনায় প্রায় একই সময়ে নগরের বঙ্গবাজার লাগোয়া আবুল খায়ের ভবনের একটি ফ্ল্যাট থেকে পান্না আক্তার নামে আরেক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মতিঝিল ও শাহবাগ থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।