দুই দশক পর সব বিভাগের একসঙ্গে নবীনবরণ

খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় দুই দশক পর সব বিভাগের নতুন শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে আয়োজন করতে যাচ্ছে ওরিয়েন্টেশন (পরিচিতি পর্ব) ও নবীনবরণ অনুষ্ঠান। ৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে এ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি হওয়া স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ পরিচিতি ও নবীনবরণ অনুষ্ঠান হবে। নতুন ভর্তি হওয়া প্রায় ১ হাজার ১১৮ জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুসারে শপথ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান।
১৯৯০-৯১ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হওয়ার পর প্রথম চার বছর কেন্দ্রীয়ভাবে পরিচিতি অনুষ্ঠান হয়। এরপর প্রায় দুই দশক ধরে প্রতিটি স্কুলে (অনুষদে) আলাদাভাবে পরিচিতি অনুষ্ঠান এবং প্রত্যেক ডিসিপ্লিনে (বিভাগ) বিভিন্ন দিনে নবীনবরণ হয়ে আসছে। এতে প্রচুর অর্থ ব্যয়ের পাশাপাশি সময়ও নষ্ট হতো। এ অবস্থায় সময় ও অর্থ সাশ্রয়ে উপাচার্যের উদ্যোগে নতুন করে কেন্দ্রীয়ভাবে একই দিনে পরিচিতি ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, একেক ডিসিপ্লিন একেক সময় পরিচিতি অনুষ্ঠান ও নবীনবরণ করায় অনেক সময় লেগে যায়। কেউ ফেব্রুয়ারি, কেউ মার্চ, কেউ-বা এপ্রিলে করত এসব অনুষ্ঠান। ফলে শিক্ষাবর্ষ শুরুর প্রথম ছয় মাস শুধু এভাবেই কেটে যেত। শিক্ষার্থীরাও অনেক পিছিয়ে পড়ত। তা ছাড়া ভিন্নভাবে এসব অনুষ্ঠান করায় বিশ্ববিদ্যালয়ের ব্যয়ও অনেক বেড়ে যেত। এসব বিবেচনায় এ বছর কেন্দ্রীয়ভাবে নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে শিক্ষার্থীরা অন্তত ছয় মাস এগিয়ে থাকতে পারবে।
উপাচার্য জানান, একসঙ্গে অনুষ্ঠান করার ব্যাপারে স্কুলের ডিন ও বিভাগীয় প্রধানেরাও সম্মত হয়েছেন। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করলে বিশ্ববিদ্যালয়ের ব্যয় অনেক কমে আসবে।