default-image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কমিশনার নিয়োগে নাম সুপারিশ করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি  গঠন করেছে সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান করে করা এই কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। তাঁদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদের মেয়াদ আগামী মার্চে শেষ হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে কমিশনার এফ এম আমিনুল ইসলামের মেয়াদও শেষ হচ্ছে।
বাছাই কমিটি কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই বাছাই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন