বাংলাদেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয় এবং প্রায় দেড় লাখ লোক এ রোগে মারা যায়। তবে শুধু জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে অর্ধেক ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট ক্যানসার হাসপাতালের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এ তথ্য জানান। আয়োজকেরা জানান, প্রতিবছর সারা বিশ্বে ৮২ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয় এবং মারা যায় ৪০ লাখ। আক্রান্ত মানুষের ৭০ ভাগই হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশের বাসিন্দা।
বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যানসার বিশেষজ্ঞ সৈয়দ মো. আকরাম হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. খলিলুর রহমান। এর আগে সকালে দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
চিকিৎসক মোহাম্মদ আফজাল মিয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আম্বিয়া চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার হোসেন চৌধুরী। পুরো সেমিনার সঞ্চালনা করেন চিকিৎসক ইয়াসমিন নাহার। এ ছাড়া ক্যানসারকে জয় করা তিন নারী সেমিনারে বক্তব্য দেন। তাঁরা হলেন দেওয়ান জান্নাত আরা তামান্না, রাবেয়া বেগম ও বীণাপাণি চক্রবর্তী।
সেমিনারের মূল প্রবন্ধকার সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, স্তন ক্যানসার কেবল নারীদের হয়ে থাকে, এমন তথ্য ভুল। পুরুষেরাও স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। মোবাইল ফোন, বডি স্প্রে, কেশরঞ্জক ক্যানসার ঘটায়—এমন ধারণাও ভুল। তবে যারা ক্যানসারে আক্রান্ত, তাদের হতাশ হওয়ারও কিছু নেই। কারণ, সঠিকভাবে চিকিৎসকের নির্দেশনাবলি পালন করলে ক্যানসারকেও জয় করা সম্ভব।
আকরাম হোসেন জানান, কেবল নর্থ ইস্ট মেডিকেলে ২০১৪ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ক্যানসার আক্রান্ত ২ হাজার ৩৬ জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে নতুন রোগী ছিল ১ হাজার ২০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৮৫ ও নারী ৫১৫ জন। ১ বছর থেকে ৯০ বছর পর্যন্ত বয়সী রোগীরা এ তালিকায় রয়েছে।
বক্তৃতায় ক্যানসার জয় করা দেওয়ান জান্নাত আরা তামান্না বলেন, ‘২০১৪ সালের ৬ নভেম্বর বুকের ডান দিকে একটি চাকা অনুভব করি। পরদিন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ক্যানসারের বিষয়টি জানতে পারি। তখন ভাবি, স্বামী আর ছয় বছরের মেয়েকে ছেড়ে এত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যেতে হবে! ভেবে অসহায় হয়ে পড়ি। কিন্তু দমে যাইনি। চিকিৎসকের পরামর্শে কেমো নিয়ে এখন পুরোপুরি সুস্থ আছি।’
সেমিনার শেষে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে যাত্রা শুরু করা নর্থ ইস্ট ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপি চিকিৎসা দেওয়া কর্মসূচির উদ্বোধন করা হয়। এখন থেকে ক্যানসার রোগের সব ধরনের চিকিৎসা এ হাসপাতালে করা যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আফজাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘ক্যানসার আক্রান্ত গরিব রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়ার বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি।’