ধাওয়া খেয়ে ৯টি গরুসহ পিকআপ ফেলে পালাল চোর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশ ও জনতার ধাওয়া খেয়ে চুরি করা ৯টি গরুসহ পিকআপ ফেলে পালিয়ে গেছে চোর। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখাঁরচালা এলাকা থেকে গরুসহ পিকআপটি জব্দ করে পুলিশ।

হায়াতখাঁরচালা গ্রামের বাসিন্দা আতিকুর রহমান জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ লোকজনের ডাকাডাকি শুনে তাঁরা বের হন। এরপর জানতে পারেন চুরি করা গরুবোঝাই পিকআপ ভ্যান ধাওয়া করেছে পুলিশ। পরে গ্রামের লোকজন বের হয়ে চোরদের আটকের চেষ্টা করে। পিকআপটি বাউনী বাজার থেকে পুলিশের ধাওয়ার মুখে পড়ে। এরপর দক্ষিণ দিকে হায়াতখাঁরচালা এলাকায় যাওয়ার পর সেখানে লোকজনের উপস্থিতি দেখে গরুবোঝাই পিকআপ রেখে চোর পালিয়ে যায়।

পরে জানা যায়, গরুগুলো ওই রাতে বাউনী ও পটকা গ্রাম থেকে চুরি হয়েছে।
ওই গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সবার চোখ ফাঁকি দিতে গরুগুলোর চার পা দড়ি দিয়ে বেঁধে পিকআপের পাটাতনে শুইয়ে রাখ হয়েছিল। তিনি জানান, ঈদুল আজহার আগে এই গ্রামে ও আশপাশের গ্রামে গরু চুরি বেড়ে গেছে। অনেকেই রাত জেগে নিজেদের গরু পাহারা দিচ্ছেন।

শ্রীপুর থানা-পুলিশ জানায়, রাতে ওই এলাকায় পুলিশ নিয়মিত ডিউটিতে ছিল। হঠাৎ একটি পিকআপ দেখে পুলিশের সন্দেহ হয়। সেটিকে থামার সংকেত দেয় তারা। কিন্তু গাড়িটি না থামিয়ে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ পিকআপটিকে ধাওয়া করে। বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হয়। পরে পুলিশ ও গ্রামের লোকজন যৌথভাবে ধাওয়া দেয়। একপর্যায়ে হায়াতখাঁরচালা এলাকায় পৌঁছে গাড়িটি থেমে যায়। গাড়ি তল্লাশি করে সেটিতে তিনটি গাভি ও ছয়টি বকনা গরু পাওয়া যায়।

গোসিংগা ইউনিয়ন পরিষদের সদস্য মো. তাজউদ্দীন প্রথম আলোকে বলেন, গরুগুলো বাউনী বাজারে রাখা হয়েছে। চুরি হওয়া গরুগুলোর মধ্যে বাউনী গ্রামের নুরুল ইসলামের তিনটি, একই গ্রামের সুরুজ মিয়ার তিনটি ও পটকা গ্রামের মো. আক্তারের তিনটি গরু আছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক নাজমুর রহমান প্রথম আলোকে বলেন, পিকআপ ভ্যানসহ গরুগুলো আটক করে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।