default-image

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালে ১ হাজার ৫৪৮ জন। আজ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম।

সিভিল সার্জন জানান, ৯ জুলাই ৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়া যায়। তাতে ১২ জন করোনা পজিটিভ। এর মধ্যে সদরে ৫ জন, বেলাবে ৩, শিবপুরে ২ এবং রায়পুরা ও পলাশে ১ জন করে রয়েছেন।

এ ছাড়া ইনফ্লুয়েঞ্জা সার্ভেল্যান্স এর আওতায় একই দিনে আইসিডিডিআরবিতে পাঠানো ১৩টি নমুনার মধ্যে সদরের ৩ জন এবং বেলাব, মনোহরদী ও রায়পুরা উপজেলার ১ জন করে মোট ৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন

বিজ্ঞাপন
মন্তব্য করুন