নরসিংদীতে ১২৩ জনের করোনা শনাক্ত, সংক্রমিত দুজনের মৃত্যু

করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ।
ফাইল ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা) ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ৭ হাজার ৬৭৭। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ শতাংশ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৫৫ জন রয়েছেন। এ ছাড়া পলাশে ১৩ জন, রায়পুরায় ২ জন, বেলাবতে ১৭ জন, মনোহরদীতে ১৫ জন ও শিবপুরে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সময়ে নরসিংদীতে করোনায় সংক্রমিত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁদের বাড়ি শিবপুর ও বেলাব উপজেলায়। এ নিয়ে জেলায় করোনায় মোট ৭৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ৭, বেলাবতে ৮, রায়পুরায় ৯, মনোহরদীতে ৬ ও শিবপুরে ১০ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৯০৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে ৭ হাজার ৬৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়, ৪ হাজার ২১৮ জন। এ ছাড়া শিবপুরে ৮৮৬, পলাশে ১২২৮, রায়পুরায় ৪২৫, বেলাবতে ৫০২ ও মনোহরদীতে ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৫৭ জন করোনা রোগী।

সিভিল সার্জন নুরুল ইসলাম বলেন, এই মুহূর্তে জেলায় মোট করোনা রোগী আছেন ২ হাজার ১৯০ জন। এর মধ্যে ৭০ জন নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া এই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩৯ জন। করোনা পজিটিভ অন্যরা বাড়িতে আইসোলেশনে আছেন।