নাজমুল হুদার আবেদন খারিজ, মামলা চলবে

হাইকোর্ট
ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে দুদক একটি মামলা করেছিল। এই মামলা বাতিল চেয়ে নাজমুল হুদা যে আবেদন করেছিলেন তা সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের ফলে মামলাটির কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

এর আগে গতকাল সোমবার আবেদনের শুনানি নিয়ে আদালত আজ আদেশের জন্য দিন রাখেন। আদালতে আবেদনের পক্ষে নাজমুল হুদা নিজে শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী আশানুর রহমান। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানিতে ছিলেন।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ছয় মাসের মধ্যে মামলাটির বিচার কার্যক্রম শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইনজীবী আশানুর রহমান বলেছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

ঘুষ দাবির অভিযোগ তুলে এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর মামলা করেছিলেন নাজমুল হুদা। তবে তাঁর অভিযোগের সত্যতা না পাওয়ায় এস কে সিনহাকে মামলা থেকে অব্যাহতির আরজি জানায় দুদক। ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি এস কে সিনহাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদেশ দেন আদালত। এরপর মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। এ মামলার তদন্ত শেষে গত বছরের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এই মামলায় গত ৬ এপ্রিল নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক। অভিযোগ গঠনের বিরুদ্ধে মামলাটি বাতিল চেয়ে গত মাসে হাইকোর্টে আবেদন করেন নাজমুল হুদা।