শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
বাংলাদেশ

নাটোরে ধানের শীষের ভুয়া এজেন্ট বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক ও নাটোর প্রতিনিধি
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫: ৩২

শহীদুল ইসলাম ও নওয়াজ শরীফ নামের দুজনের কাছে এজেন্টের পরিচয়পত্র ছিল। কিন্তু সেই পরিচয়পত্রে ছিল না ছবি আর অনুমোদনের সই। ধানের শীষের এই দুজন এজেন্টকে পরে নাটোর সদরের বড়গাছা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে বহিষ্কার করেন প্রিসাইডিং কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু।

নাটোর-২ আসনের এই কেন্দ্রে এমনিতে নৌকা ছাড়াও অন্যান্য প্রতীকের এজেন্ট দেখা গেছে। একটি বুথে শহীদুল ও নওয়াজকে চ্যালেঞ্জ করা হলে তাঁরা দুজনই ধরা পড়ে যান। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকের চিফ এজেন্ট আমিনুল হককে পরে তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘তাঁরা কেউই আমাদের তালিকাভুক্ত এজেন্ট নন।’

এদিকে সকাল সাড়ে নয়টার দিকে বড়গাছা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। এদিক-ওদিক ঘুরতে দেখা যায় বেশ কয়েকজন তরুণকে।

নাটোর সদর ও নলডাঙ্গা নিয়ে গঠিত এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবিনা ইয়াসমীন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল।

বাংলাদেশ থেকে আরও পড়ুন
  • একাদশ সংসদ নির্বাচন
  • নাটোর
  • বিএনপি
  • NATO
  • জাতীয় ঐক্যফ্রন্ট
  • আওয়ামী লীগ
মন্তব্য করুন