নিউইয়র্কে গুলিতে বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিউইয়র্কের গ্লেনমোর অ্যাভিনিউ এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
টেলিভিশন নেটওয়ার্ক এবিসির আরেক টেলিভিশন এবিসি ৭ এনওয়াইয়ের খবরে বলা হয়েছে, ওই বাংলাদেশির নাম মোদাসসার খন্দকার। তাঁর বয়স ৩৬ বছর। তিনি কাজ করে বাড়ি ফিরছিলেন।
এই গুলির ঘটনার পরপরই মোদাসসার খন্দকারকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এক প্রতিবেশী জানিয়েছেন, মোদাসসার বাংলাদেশ থেকে সেখানে গেছেন। তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে। তিনি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করতেন।
নিউইয়র্কের এই এলাকার পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ কাওসার বলেন, ‘এই এলাকায় গত কয়েক সপ্তাহে আমি বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছি। একদিন আমি এখানে গাড়ি পার্ক করেছিলাম। এর কয়েক মিনিট পর নিউইয়র্ক মেট্রোপলিটন পুলিশের একজন এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কোনো গুলির শব্দ শুনেছিলাম কি না। অর্থাৎ এই এলাকায় প্রায়ই এমন গুলির ঘটনা ঘটছে। আমি এতে আতঙ্কিত।’
বাংলাদেশি নিহত হওয়া ঘটনায় কমিউনিটি অ্যাকটিভিস্ট খাইরুল ইসলাম স্থানীয় আরেকটি গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, গাড়ি ছিনতাইয়ের জন্য এই গুলি ঘটনা ঘটেছে। আমরা ব্রুকলিন ও কুইন্সের সীমান্তবর্তী এলাকায় থাকি। প্রতি সপ্তাহেই এখানে আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটছে।
খাইরুল ইসলাম বলেন, ‘আমাদের সাহায্য প্রয়োজন। আপনি নিশ্চয়ই জানেন, নিউইয়র্ক শহরে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে এবং এসব কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে।’