default-image

নীলফামারী জেলায় আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯৮ জনে। তাঁদের মধ্যে সুস্থ্ হয়েছেন ৩৮১ জন। মারা গেছেন ৮ জন।


গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে জেলা স্বাস্থ্য বিভাগে। নতুন শনাক্ত তিনজনই জেলা সদরের বাসিন্দা।

জেলায় শনাক্ত ৪৯৮ জনের মধ্যে সদরে ২০১ জন, ডোমারে ৪৮, ডিমলায় ৫৩, জলঢাকায় ৮৭, কিশোরগঞ্জে ৩৮ ও সৈয়দপুরে ৭১ জন রয়েছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0