নেতার মৃত্যু
নাটোরের লালপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত ওয়ার্ড বিএনপির সভাপতি ও ব্যবসায়ী মকলেছুর রহমান (৪০) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত রোববার লালপুর-গোপালপুর সড়কের জোতদৈবকী স্থানে মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। গতকাল বুধবার দুপুরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে নবীনগর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে ১৯৯৬ সালের ৯ মার্চ মকলেছুরের বড় ভাই মহিবুল ইসলাম ট্রেন দুর্ঘটনায় মারা যান। লালপুর (নাটোর) প্রতিনিধি