নেত্রকোনায় কৃষক মো. হোসেন মিয়াকে (৫৫) হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নিহত হোসেন মিয়ার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি গ্রামে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আবদুল আজিজ (৪৮)। আর খালাস পাওয়া দুজন হলেন মো. আবদুল গণি (৩৫) ও মো. আবদুর রশিদ (৪২)। তাঁদের বাড়িও একই গ্রামে।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মুহাম্মদ সাইফুল আলম বলেন, মৌগাতি গ্রামের কৃষক মো. হোসেন মিয়ার সঙ্গে একই গ্রামের মো. আবদুল আজিজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১১ সালে ১১ আগস্ট বিকেলে হোসেন মিয়া মৌগাতি ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় আবদুল আজিজ ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হোসেন মিয়ার ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পরদিন রাতে নিহত হোসেন মিয়ার ছেলে মতি মিয়া বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২ ডিসেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ এই রায় দেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন নাসির উদ্দিন।