নেত্রকোনায় ১৩২ জনের করোনা শনাক্ত, ২৪ ঘণ্টার হিসাবে নতুন রেকর্ড

করোনাভাইরাসের প্রতীকী ছবি

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা) ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে এটিই সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড। একই সময়ে জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৩২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৮৭ জন পুরুষ ও ৪৫ জন নারী। তাঁদের মধ্যে নেত্রকোনা সদর উপজেলার ৪৮ জন, পূর্বধলার ১৩ জন, বারহাট্টার ৯ জন, কেন্দুয়ার ১০ জন, দুর্গাপুরের ৮ জন, আটপাড়ায় ১১ জন, কলমাকান্দায় ৪ জন, মদনে ৭ জন ও মোহনগঞ্জের ২২ জন।

এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬২ জনে। শনাক্তের গড় হার ১৪ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৪ জন। সুস্থতার হার ৫২ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২৫ হাজার ৫৯০ জনের। এর মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ২৫ হাজার ৪৬ জনের।

জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা শহরের কাটলি এলাকার ৬৫ বছর বয়সী এক পুরুষ, আটপাড়া বাজার এলাকার ৮৫ বছর বয়সী এক নারী ও ৭০ বছর বয়সী এক পুরুষ। নতুন তিনজন নিয়ে জেলায় করোনা সংক্রমিত হয়ে মোট মারা গেলেন ৮৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ২ দশমিক ৩৬ শতাংশ।