পতেঙ্গা সৈকতের অদূরে ডুবল ছোট জলযান

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় জ্বালানি তেল সরবরাহকারী জলযান ডুবে গেছে।
ছবি: সংগৃহীত

পতেঙ্গা সৈকতের অদূরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় জ্বালানি তেল সরবরাহকারী ছোট আকারের একটি জলযান ডুবে গেছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জলযান থেকে চারজন নাবিককে উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া জলযানের নাম সুফলা। এটি পরিচালনা করছে সুফলা অয়েল সাপ্লাইয়ার কোম্পানি। বন্দরে আসা জাহাজগুলোতে জ্বালানি তেল সরবরাহকারী হিসেবে তালিকাভুক্ত এ কোম্পানি।

বন্দর সচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, উত্তাল ঢেউয়ের মুখে ছোট আকারের জলযানটি ডুবে যায়। জলযান পরিচালনাকারী কোম্পানি এটিকে আজই উদ্ধার করার কথা বলেছে। এ জলযানের কারণে সাগরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না।

জলযান পরিচালনাকারী কোম্পানির কর্মকর্তারা জানান, সাগরে নোঙর করে রাখা একটি জাহাজে ২ হাজার ২০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে সুফলা। তীব্র স্রোত ও ঢেউয়ের মুখে ছোট জলযানটি ডুবে যায়। এ সময় কাছে থাকা একটি জাহাজে ওঠে রক্ষা পান চারজন নাবিক।