পবিত্র ঈদুল আজহায় র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা
পবিত্র ঈদুল আজহায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছরের মতো এ বছরও র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তাব্যবস্থা গৃহীত হয়েছে। সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, করোনা মহামারি চলাকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উদ্যাপনের অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে সব ধর্মের, সব বর্ণের মানুষ যেন তাঁদের সব উৎসব সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে, সে জন্য র্যাব ফোর্সেসসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নগুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয় র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হবে। এ ছাড়া দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল প্যাট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং।
সংবাদ সম্মেলনে বলা হয়, র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের (কন্ট্রোল রুমের হটলাইন নাম্বার: ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে।