পাহাড়ি ঢলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ি ঢলে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়ি ঢলে তিনি নিখোঁজ হন।
ওই যুবকের নাম মোহাম্মদ রাজু (২৬)। তিনি বিএমচর ইউনিয়নের দিয়ারচর এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজনের তথ্যমতে, ভারী বৃষ্টিপাতে মাতামুহুরী নদী দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরো এলাকা প্লাবিত হয়। গতকাল সকালে আটারকুম এলাকায় একটি সড়ক সাঁতরে পাড়ি দেওয়ার চেষ্টা করেন রাজু। এ সময় তিনি স্রোতের তোড়ে ভেসে যান। এরপর তাঁর খোঁজে স্থানীয় লোকজন পানিতে নামেন। সারা দিন খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। আজ ভোরে আটারকুম এলাকায় মোহাম্মদ রাজুর লাশ ভেসে ওঠে।
বিএমচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে নিখোঁজের স্থান থেকে ৪০০ মিটার দূরে রাজুর লাশ পেয়েছেন স্থানীয় লোকজন।